গাজীপুরে সিলিন্ডারের গ্যাস থেকে লাগা অগ্নিকাণ্ডে মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে দুই জনে।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।
তিনি বলেন, তার (মুনসুর আলী আকন্দ) শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু
তার বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে থাকতেন। ঘটনার সময়ে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন মারা যান।
সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ২৯ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৩৫
গাজীপুরে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রীর বোর্ড সভা