অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
আটক মোস্তাফিজুর রহমান (১৮) শেরপুর সদরের ডুবারচর এলাকার আবুল কাশেমের ছেলে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার নগরীর আউটপাড়া এলাকার বকুল মিয়ার একমাত্র সন্তান নিশাত বাবু (৩) বাসা থেকে অপহৃত হয়। এক পর্যায়ে বকুল মিয়ার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি এবং না দিলে ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
আব্দুল্লাহ আল-মামুন আরও জানান, মোস্তাফিজুর গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এলএফ সিকিউরিটি নামে প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করতেন। চার দিন আগে চুরির দায়ে বকুল মিয়া তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে বকুলের ছেলেকে অপহরণ করে ঢাকার মহাখালীতে নিয়ে যান এবং মুক্তিপণ দাবি করেন মোস্তাফিজুর। পরে রাতে মুক্তিপণের টাকা নিতে চন্দ্রা গেলে র্যাব তাকে আটক করে।