গাজীপুরের কালীগঞ্জে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান, যিনি ফারুক নামেই পরিচিত ছিলেন।
মঙ্গলবার (১৬ মে) রাতে জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টায় সেখানে নায়ক ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে ফারুকের মরদেহ
তিনি আরও বলেন, এর আগে শেষবারের মতো তাকে বিদায় জানাতে তার বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, ভক্তবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক ফারুক। ওইদিন রাতে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৬ মে) নায়ক ফারুকের মরদেহ দেশে আনা হয়। গাজীপুরে জানাযার নামাজের আগে ঢাকার কয়েকটি স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক