গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের হায়দরাবাদ এলাকার বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
নিহত নারীর নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩১)। তিনি চুয়াডাঙ্গার সদর উপজেলার বাগানপাড়া (মসজিদ পাড়া) গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে ছিলেন। মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।
আরও পড়ুন: জাফলংয়ে নিখোঁজের তিন দিন পর পর্যটকের লাশ উদ্ধার
রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলান। ম্যানহোল থেকে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই রাত, একদিন কয়েক কিলোমিটার জুড়ে উদ্ধার তৎপরতা চালানোর পর বুধবার সকালে বিলে উদ্ধার অভিযান শুরু করার ঘন্টাখানেকের মধ্যেই তার মরদেহের সন্ধান পান।