গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) ইফতারের পর এই দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম সাবিনা।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
এলাকাবাসী জানায়, সোমবার ইফতারের ছুটির পর গোল্ডেন রিফিট কারখানার ওই নারী শ্রমিক কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উত্তেজিত শ্রমিকরা দেড় ঘণ্টা ধরে ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এর আগে কারখানার শ্রমিক ও কিছু দুষ্কৃতকারী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে তিনজন আহত হয়।