সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
সোমবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির অধীনে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৩ হাজার ৫৫০ কেজি অর্থাৎ ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।’