চট্টগ্রামে ঘূর্ণিঝড় ‘রিমাল' মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ৫০০টি আশ্রয়কেন্দ্র ও প্রস্তত করা হয়েছে ২৯০টি মেডিকেল টিম। শনিবার (২৬ মে) রাতে জরুরি সভায় বসে এসব সিদ্ধান্ত নেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
এদিকে চট্টগ্রামের ৯টি স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে ২৭০ জনকে প্রস্তুত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়া নগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে চালু করেছে বিশেষ কন্ট্রোল রুম।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান জানান, প্রায় ৫ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ২৯০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের উপকূলবর্তী সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান-মেম্বারদের সতর্ক অবস্থানে রয়েছেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হয়েছে নিম্নচাপটি, বন্দরে ৭ নম্বর সংকেত
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, প্রতি আরবান ডিসপেনসারিতে ১টিসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ২০০টি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি, আরবান ডিসপেনসারি ৯টিতে ৯টি, স্কুল হেলথে ১টি, জেনারেল হাসপাতাল ৫টি টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস, কর্মীদের ছুটি বাতিল
এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় ফায়ার সার্ভিস কাজ শুরু করে দিয়েছে। ঝড় শুরু হওয়ার আগে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া নগরের কোথাও এখনো কার্যক্রম শুরু হয়নি।
তিনি আরও বলেন, অবহাওয়ার অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে ৯টি স্টেশনের মোট ২৭০ জন কর্মী প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।