চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি হিমাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। নগরীর বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে।
আজ শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়ার এক্সেস রোডে অবস্থিত কারখানায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ ও মাংসের হিমাগারে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, বাকলিয়ার একটি কারখানায় আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।