চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার পাক্কার মাথা (সীতাকুণ্ডের ছলিমপুর) এলাকায় বাস উল্টে দুজন যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে নগরী থেকে সীতাকুণ্ডে কুমিরা রোডে চলাচলকারী ৭নং বাস পাক্কার মাথা এলাকায় স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে বাস উল্টে ২ নারী নিহত, আহত ৩০
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার বড় দারোগার হাট এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম। আর আহত ব্যক্তির নাম সন্তু বড়ুয়া বলে পুলিশ জানায়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাতে বাসটি চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
ওসি জানান, ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়েছেন। বাসটি আটক করা হয়েছে।