সোমবার সকালে উপজেলার বড়হাতিয়া চাকফিরানি গ্রামের পশ্চিম পাশে এ বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বড়হাতিয়া চাকফিরানী এলাকায় শীত মৌসুমে ক্ষেতের পাশে বন্য শূকরের জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে পড়ে মারা যায় হাতিটি।
অভিযোগ রয়েছে, গত ৩ বছর আগে একই জায়গায় শূকর শিকারির ফাঁদে দুটি বন্য হাতি নিহত হয়। ওই ঘটনায় মামলাও হয়। তবে জড়িতদের মামলায় আসামি করা হয়নি।
বন্যপ্রাণী চুনতি অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মন্জরুল আলম বলেন, ‘বন্য হাতি নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। হাতিটি বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসে নিহত হাতির সুরতহাল শেষ করার পর ঘটনাস্থলে মাটি চাপা দেয়া হবে। এছাড়াও তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবেন বলেও জানান রেঞ্জ অফিসার মন্জরুল আলম।
বড়হাতিয়া বন বিট কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘বড়হাতিয়া বন বিটের আওতাধীন সব জায়গা এখন প্রভাবশালীরা দখল করে রেখেছে। যার ফলে বন জঙ্গল উজাড় হয়ে গেছে। খাদ্যের অভাবে প্রতিনিয়ত বন্যপ্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে। এ সুযোগে শিকারিরা ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে।’