মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা ফাজিল মাদরাসার প্রধান মাওলানা নুরুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ২টার দিকে সীতাকুণ্ড ছোবহানবাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ বলেন, অভিযুক্ত মাদরাসার অধ্যক্ষ নুরুল কবিরকে তথ্য প্রযুক্তি আইনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে চালান দেয়া হবে।
উল্লেখ্য, মাওলানা নুরুল কবির কয়েকদিন আগে তার নিজের ফেসবুক আইডিতে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। এর পরই উপজেলা ছাত্রলীগ, যুবলীগ নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে তিনি স্ট্যাটাসটি ডিলিট করেন।