বিএনপির ডাকা একদফা দাবিতে সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে চট্টগ্রামে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে নগরীর পতেঙ্গা থানার কাটঘরের এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে এ হরতাল অবরোধ চলছে। তবে বিএনপির এই হরতাল অবরোধেও চট্টগ্রামের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। অফিস আদালত, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ, পোশাক কারখানাসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে।
নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কাজ (পণ্য উঠানামা) স্বাভাবিকভাবে চলছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর থেকে কোনো গাড়ি বাইরে যায়নি।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সকাল-সন্ধ্যার এ হরতালের ডাক দিয়েছে। এতে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী।
হরতাল ও অবরোধের সমর্থনে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।
উত্তর জেলা বিএনপির নেতারা জানান, এক দফা দাবি আদায়ের আন্দোলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অসংখ্য নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে রবিবার চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল ও দেশব্যাপী ৫ ও ৬ নভেম্বর দুইদিন অবরোধ কর্মসূচি চলাকালে নগরীতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীর চান্দগাঁও এলাকায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এর নেতৃত্বে যুবদলের মিছিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নগরীর পাহাড়তলী পুলিশবিট/রেলগেইট এলাকায় দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধ ও চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সকালে মিছিল করেছেন যুবদলে সদস্যরা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী মুক্তির দাবিতে হরতালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে ডবলমুরিং থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও হরতাল অবরোধে যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।