চাঁদপুরের কচুয়ায় ড্রেজারের বালুর গর্তের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— রায়হান (৬) ও রিহান আহমেদ (৩)। তারা আপন মামাতো-ফুফাতো ভাই। রায়হান শাসনখোলা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। রিহান একই গ্রামের শাহিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) সকালে বাড়ির পাশে এক সঙ্গে খেলছিল রায়হান ও রিহান। খেলতে খেলতে একপর্যায়ে তারা বাড়ির পাশে থাকা একটি ড্রেজারের বালুর গর্তে পড়ে যায়, যাতে ছিল অনেক পানি। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে একপর্যায়ে দুই শিশুকে বালুর গর্তের পানিতে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সোহেল রানা বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করে বলেন, ‘বালুর গর্তের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’