চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি বহনের অভিযোগে জালাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১টি অবৈধ ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলি জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তার জালাল (৪৮) সদর উপজেলার বাথানপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
বুধবার সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে শহরের দিকে আসবে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা উইনিয়নের বাখের আলী এলাকায় অভিযান চালায়। এসময় একটি অবৈধ ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ জালালকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।