চাঁপাইনবাবগঞ্জে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে জেলা সদরে মহানন্দা নদীর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সিরাজুল ইসলাম(৫৪) জেলা শহরের পিটিআই মাষ্টারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে।
শনিবার রাতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আদালতের মালখানার আলামত চুরির ঘটনায় আটক ৫
র্যাব জানায়, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাত ১০টার দিকে জেলা সদরে মহানন্দা নদীর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, অভিযুক্ত সিরাজুল ইসলাম দীর্ঘদিন থেকে প্রতারক চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।