বুধবার বিকালে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, মিজানুর রহমান নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।
গত ২১ জুলাই ভুক্তভোগী মো. বায়েজীদ হোসাইন (২২) র্যাবে অভিযোগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে মিজান বিভিন্ন ধাপে মোট আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় তার কাছ থেকে। মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমান বায়োজিদ হোসাইনকে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র দেয়ার কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে আসতে বলেন।
খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে প্রতারক মিজান ঘটনা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে সে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসার বিষয়টি স্বীকার করে।
আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মিজানকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।