চুয়াডাঙ্গার দর্শনায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে দুই মাসে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) রাতে নগদ ২৫ হাজার টাকা ও পাঁচটি মোবাইলসহ তাদের আটক করা হয়।
আটক যুবকরো হলেন— দক্ষিণ চাঁদপুরের তাকবির ইসলাম রিয়াদ (৩০) ও নাটোরের স্বপন আলী হৃদয় (২৫)।
আরও পড়ুন: অভিনব কায়দায় বিকাশ থেকে অর্ধলাখ টাকা হাতিয়ে নিল প্রতারক
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, রিয়াদ বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে ‘ক্যাশ আউট’ করতেন এবং টাকার বড় অংশ পাঠিয়ে দিতেন স্বপনের কাছে। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, এ চক্রটি দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা চালিয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।