রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন জীবননগর পৌর মেয়র প্রার্থী শাহজাহান কবীর। এরপর বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা পৌরসভা বিএনপির প্রার্থী মীর মহিউদ্দিনও ভোট বর্জনের ঘোষণা দেন।
ধানের শীষের দুই প্রার্থী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে
লিখিত অভিযোগে তারা বলেন, ‘ভোট শুরুর পর থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা কেন্দ্র দখল অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট শুরুর কয়েক ঘন্টা পরে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।’
‘সাধারন মানুষের ভোট দেয়ার সুযোগ নেই। তাই আমরা এই নির্বাচন থেকে প্রার্থীতা বর্জন করলাম,’ বলেন তারা।
এর আগে, মেয়র পদে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে রবিবার চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়।
নগরকান্দা পৌর নির্বাচনে ভোটগ্রহণে ধীর গতি
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ২৯টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ২৬টি পৌরসভায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহৃত হবে।
৫৫টি পৌরসভার ৭৯৩টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন ৮৩ লাখের বেশি ভোটার।
পৌর নির্বাচন: পঞ্চম দফার জন্য আ’লীগের প্রার্থী চূড়ান্ত
নির্বাচনে, ৫৫ জন মেয়র, সংরক্ষিত আসন থেকে ১৬৭ জন নারী কাউন্সিলর এবং ৫০১ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন।
নির্বাচনী দৌড়ে রয়েছেন মোট ২১৭ জন মেয়র প্রার্থী, ৬১৮ জন নারী কাউন্সিলর প্রার্থী এবং ২০৭০ জন সাধারণ কাউন্সিলর।