পৌরসভা নির্বাচন
ঢাকা-১৭ সংসদীয় আসনে সোমবার ভোটগ্রহণ
ঢাকা-১৭ আসনের সংসদীয় উপনির্বাচন এবং সাত জেলার সাতটি পৌরসভার নির্বাচন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং কোনো বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলবে।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী।
চলতি বছরের ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপির মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি শূন্য হয়।
প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র আশরাফুল হোসেন আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।
আরও পড়ুন: ঢাকা-১৭ উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
১ জুন নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য হয়।
সোমবার সাতটি পৌরসভার নির্বাচন হচ্ছে- পিরোজপুরের ভান্ডারিয়া, কুমিল্লার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ।
পৌরসভাগুলোর মধ্যে ভান্ডারিয়ায় ২২ হাজার ৪১৫ জন, ছেংগারচরে ৩৩ হাজার ৩৩৬ জন, দেবিদ্বারে ৪৪ হাজার ৫০৯জন, বেনাপোলে ৩০ হাজার ৩৮৫জন, দোহাজারীতে ৩৩ হাজার ৫৮৬ জন, গোসাইরহাটে ১৮ হাজার ৩২জন এবং তাড়াশে ১৯ হাজার ২৮৭জন ভোটার রয়েছেন।
সাতটি পদে মোট ৩৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে সাতটি পৌরসভায় ২১টি সংরক্ষিত আসনের জন্য ১০২ জন মহিলা প্রতিদ্বন্দ্বী এবং ৬৩টি সাধারণ কাউন্সিলর পদে ৩৬৪ জন প্রতিদ্বন্দ্বী।
সংসদীয় উপনির্বাচনে ঐতিহ্যবাহী ব্যালট পেপার ব্যবহার করে ভোট অনুষ্ঠিত হবে এবং পৌর নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
এছাড়াও, সোমবার কয়েকটি স্থানীয় সংস্থা- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: হিরো আলমসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আরাফাতকে মনোনয়ন দিয়েছে আ. লীগ
৬৫৭ দিন আগে
বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার (১৮ জুন) বিকাল ৪টা ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। আগামী ১৭ জুলাই এই পৌর নির্বাচনের ভোট নেওয়া হবে।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, মেয়র পদে চারজনের পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
মেয়র পদে প্রার্থীরা হলেন- বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন এবং যুক্তিযাদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসন উজ্জ্বল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।
আগামীকাল ১৯ জুন মনোনয়ন যাচাই-বাছাই, ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতিকবরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।
এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩ শত ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচন: মেয়র পদে ৪ মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩
বরিশাল সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৬
৬৮৪ দিন আগে
নারায়ণগঞ্জে পৌরসভা নির্বাচন: ২ কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিল প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জুন) দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা ভোটকেন্দ্রে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন এবং ডালিম প্রতীকের প্রার্থী শব্দর আলী ভূঁইয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৫ নেতাকর্মী আহত
এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা কেন্দ্রে ভোট দিতে এসে দুই নারী বিতর্কে জড়িয়ে যান। পরে কেউ একজন জাহাঙ্গীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর ভূঁইয়াকে সন্দেহ করেন।
এরপরই তারা একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে জাহাঙ্গীরের সমর্থকরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। দুই পক্ষের অনুসারীদের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মারামারির বিষয়টি দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার প্রার্থীর ওপর হামলা, নৌকার কর্মীদের সঙ্গে সংঘর্ষ
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
৬৯১ দিন আগে
প্রতি ৫ বছরে পৌরসভা নির্বাচন আয়োজনে আইন অনুমোদন
প্রতি পাঁচ বছরে পৌরসভা নির্বাচন কঠোরভাবে অনুসরণের লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন, ২০২১ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কখনও কখনও দেখা গেছে কিছু কিছু পৌরসভার চেয়ারম্যান তাদের মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন আয়োজনের ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান।
তিনি বলেন, ‘এভাবে কিছু চেয়ারম্যান পাঁচ বছরেরও বেশি সময় ধরে এমনকি ১৫-১৬ বছর তাদের পদে বহাল থাকেন। বিদ্যমান আইনের একটি সুযোগ নিয়ে তারা এই সুবিধা গ্রহণ করেন। এভাবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তারা চেয়ারম্যান পদে বহাল থাকেন।’
‘এই প্রথা বন্ধ করার জন্য সরকার ২০০৯ সালের আইনের সংশোধন করেছে,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন: বিএনপি আগামী নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রস্তাবিত আইনটি সম্পর্কে সচিব বলেন, ‘পাঁচ বছর পূর্ণ হওয়ার পর সরকার সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে প্রশাসনিক কাজে অভিজ্ঞ বা অন্য কোন যোগ্য ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে।
তিনি বলেন, নিযুক্ত প্রশাসক সর্বোচ্চ ছয় মাসের জন্য এই পদে থাকতে পারবেন এবং এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হতে হবে।
বৈঠকে নতুন পৌরসভার তালিকাভুক্ত হওয়ার জন্য যোগ্যতা নির্ধারণ হিসেবে ওই এলাকার প্রতি কিলোমিটারে ন্যূনতম ২ হাজার জনগণ থাকতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান আইনে প্রতি কিলোমিটারে ন্যূনতম ১ হাজার ৫০০ জনগণ থাকার বাধ্যবাধকতা রয়েছে।
পড়ুন: শিক্ষা কাঠামো আধুনিক হচ্ছে: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম: শেখ হাসিনা
১৩০৭ দিন আগে
সিংগাইর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে রবিবার আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম বাশার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৫২৫ দিন আগে
রাজশাহীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, বিএনপির ভোট বর্জন
রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে রবিবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
১৫২৫ দিন আগে
পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৫২৯ দিন আগে
ভোলা পৌরসভা নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০
পঞ্চম ধাপের ভোলা পৌর নির্বাচনের প্রচারণা চলাকালে মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন ও আসাদ হোসেন জুম্মান প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক সংর্ঘষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।
১৫৩৭ দিন আগে
বাগেরহাট পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সাইদ নিয়াজ হোসেন ভোট বর্জন করেছেন।
১৫৩৯ দিন আগে
চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে সংঘর্ষ, গুলিতে নিহত ১
চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা নির্বাচন চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
১৫৩৯ দিন আগে