চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তাজুল ইসলাম জেলার রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো আবারও সড়ক অবরোধ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে চুয়েটের সামনের সড়কে অবস্থান নেন তারা।
গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়ার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় চুয়েট পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইনের মৃত্যু হয়। এতে আহত হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু। প্রতিবাদে ওইদিন বাসে আগুন দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ৯ দফা দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শিক্ষাথীর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।