চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার সন্ধায় চুয়াডাঙ্গার দর্শনা বেগমপুর কোটালি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (১৬) সদর উপজেলার বেগমপুর গ্রামের হাটপাড়ার ইকরামুল হকের ছেলে। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ইমরান।
আহত আলিফ হোসেন (১৫) একই এলাকার মিরাজুল হকের ছেলে এবং একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে ইমরান নিজেদের মোটরসাইকেল নিয়ে তার বন্ধু আলিফকে সঙ্গে করে আকন্দবাড়িয়ায় বাউল ও লোকজ মেলায় যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল ইমরান। কোটালী-উজলপুর সড়কের উজলপুর ঈদগাহ মাঠের সন্নিকটে পৌঁছালে মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়।
আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত বলে ঘোষণা করেন।
ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। আলিফকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে চালকের (স্কুলছাত্র) মৃত্যু হয়েছে এবং তার বন্ধু আহত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।