চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাসট্যান্ড সংলগ্ন হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব (১৯) উপজেলার চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাটচালির সামনে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ তিন বন্ধু মোটরসাইকেল করে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। কলেজে ঢোকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের এক্সেলে বেঁধে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার ওপর পড়ে। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজছাত্র রাকিবের মৃত্যু হয়।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
গুরুতর আহত মোটরসাইকেলের অপর দুই আরোহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, এ খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ট্রাকটিকে জব্দ করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জব্দ করা ট্রাকটি নাবিল কোম্পানির। এটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিল। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘কলেজছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’