চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কালু হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটা ১০মিনিটে দিকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কালু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের মথুরাপুরপাড়ার মৃত মোজাম্মেলের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে মাঠে সার দেয়ার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে বের হন কালু হোসেন। গাইদঘাট রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ৮০ মাইলের মোড়ে পৌঁছালে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা স্টেশনে ঢুকে। জানতে পেরেছি বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গাইদঘটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু