চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির ছাদে ধান শুকাতে গিয়ে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন নাসিমা খাতুন নামে এক গৃহবধূ।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন (৫০) ওই গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা ফইম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে একতলা বাড়ির ছাদে ধান শুকানোর সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান নাসিমা। এ সময় শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি।’