চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত ছাত্ররা হলো- দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১২)। তারা চন্দ্রবাস চন্দ্রবাস নূরানিয়া হাফিজিয়া কওমি মাদসার ছাত্র।
আরও পড়ুন: বগুড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
মাদরাসার মুহতামিম হাজী আক্তার ফারুক বলেন, ভোরের দিকে আব্দুল্লাহ ও জুনায়েদকে বমি করতে দেখে এক শিক্ষক। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় সাপে কামড় দিয়েছে। পরে মাদরাসার অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়, এরপর দুই ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আব্দুল কাদের বলেন, সকাল ৭ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদরাসা ছাত্রকে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মাদারীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।