ফজরের নামাজ শেষ করে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখেন কবরটি ফাঁকা পড়ে আছে, নেই দেহাবশেষ। পাশেই রয়েছে ভাতিজার কবর। এই কবরটিরও একই অবস্থা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনো এক সময় দুটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: পাবনায় কবরস্থান থেকে আরও ৫ কঙ্কাল চুরির অভিযোগ
এদিকে এ ঘটনা জানাজানি হলে খবর পেয়ে পুলিশ কবরস্থানের পাশের ভূট্টাখেত থেকে দুই টুকরা হাড়, কয়েক পিস কাটার যন্ত্র, একটি ট্রাউজার জব্দ করে। চুরি হওয়া কঙ্কালগুলো হলো—উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন ও তার নাতি রাতুলের।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবর খোঁড়া। ভেতরে দেহাবশেষ নেই।