শনিবার সকালে বিথী আক্তার নামে ওই গৃহবধূকে তার স্বামী মোস্তাফিজুর রহমানের পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে বাকিলা গ্রামের মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিথীকে প্রায়ই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী মোস্তাফিজুর। শনিবার সকালে মোস্তাফিজুর স্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে স্ত্রী বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রহবধূ বিথীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যাওয়ায় শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।