ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে শিশু সন্তানের সামনে মারধর করায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার (১১ জুন) ছৈলার চর পর্যটন কেন্দ্রের ডিসি লেকের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মারধরের শিকার পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
গত ৬ জুন বিকালে আবু হাসান নামে এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে যান। এসময় নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগিনা সায়েম এর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল আবু হাসানের উপর হামলা চালায়। হামলাকারীরা আবু হাসানের সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। একই সন্ত্রাসীরা আবু হাসানের বড় হায়দার আলীকে মারধর করে। হায়দার বর্তমানে উপজেলার আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।