গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক, যাত্রী ও পথচারীসহ আহত হয়েছেন ১১ জন। নিহত ২ জন বিশ্ব ইজতেমায় এসেছিলেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মনির হোসেনের ছেলে জনি (১৮) দক্ষিণ সাদারচর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী এবং একই গ্রামে কাজল মিয়ার ছেলে সোহেল (৪০)।
আহতদের মধ্যে রয়েছেন - মো. ফিরোজ (৫০) মো. জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। এদের আহতদের মধ্যে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আহত জাহিদ হাসান জানান, ইজতেমার ময়দানে যেতে মিরেরবাজার এলাকায় গিয়ে মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশায় করে তারা ইজতেমার ময়দানের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, রবিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।