টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ৪৯ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় রবিবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হাসানাত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযোগে সখীপুর থানা পুলিশ পরদিন ১৯৪ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রবিবার ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুরসহ ৫৯ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। ম্যাজিস্ট্রেট তাদের মধ্যে ৪৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। অন্য ১০ জনকে জামিন দেয়া হয় অসুস্থ এবংশিক্ষার্থী বিবেচনায়।
এই মামলাটিকে ‘গায়েবী মামলা’ উল্লেখ করে উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি শাজাহান সাজু অবিলম্বে আসামিদের মুক্তির দাবি জানান। এর আগে গত ১২ জানুয়ারি একই মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্মী একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের সবাইকে জেলহাজতে পাঠিয়ে দেন। পরে গত ১ ফেব্রুয়ারি ২৪ জন জামিনে মুক্ত হন।