জামালপুরের পিয়ারপুর রেলস্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটে। ফলে জামালপুর-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
জামালপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উজ্জল মিয়া জানান, দুপুরে ২৫৬ নম্বর লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন একতা এক্সপ্রেস উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেনের সিডিউল বিপর্যয় হয়। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনটি স্টেশনে আটকা পড়ে।
আরও পড়ুন: ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫