যশোরে দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনের পিছনে চারটি বগি সরিয়ে মেইন লাইন চালু করায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত ৮ টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন যশোর রেলস্টেশন মাস্টার আয়নাল হক।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি যশোর রেল স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে তেলবাহী ট্রেনটি যশোর শহরের রেলগেট এলাকা দিয়ে রেল স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির শেষের দিকের পঞ্চম বগিটি লাইনচ্যুত হয়। এতে রেল ট্রাকের প্রধান লাইনটি বন্ধ হয়ে যায়।
তাদের দাবি, এই স্থানে এর আগেও একাধিক বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এখানকার ট্রেনের লাইনে ত্রুটি আছে বলেই প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে।
এদিকে যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হক জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে ৩৬ টি বগি ছিল। এরমধ্যে ৩১ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত বগিটিসহ দুটি বগি রেখে সামনের ও পিছনের সকল বগি সরিয়ে নেয়া হয়েছে। এর মাধ্যমে মূল ট্রেন লাইনটি সচল করা হয়েছে। রাত ৮টা ২০ মিনিটের পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে মূল ট্রাকে আনা হবে। এরপর তেলবাহী ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত