ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন ১৮ জন শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালসমূহ (এন্টিজেন টেস্ট) প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৫৮ বছর বয়সী এবং রানীশংকৈল নিবাসী ৬৩ বছর বয়সী করোনা সংক্রমিত রোগী (পুরুষ ) চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর ও করোনা ডেডিকেটেড হাসাপাতাল, রংপুরে মারা গেছেন। তারা দু’জনই অনেকদিন থেকে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
তিনি জানান, এর আগে ৫ জুন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। জুন মাসের প্রথম ৬ দিনে জেলায় রেকর্ড মোট ৭৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু
সিভিল সার্জন জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১,৭৬০ জন, এর মধ্যে ১৫৮০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৪০ জন।
আরও পড়ুন: শনিবার থেকে নোয়াখালী সদরে কঠোর লকডাউন