ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকার মেইন পিলার ৩৯৩ এর পাশে এই ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত (১৫) উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।
আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ঢাকার
আহত অপরজন হলেন- ধনতলা ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বিএসএফের গুলিতে একজন মারা গেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। কিশোরের লাশটি এখনও বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, ‘আমরা লাশটি ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
আরও পড়ুন: কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত