ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন কিছু যাত্রী।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার (২১ মে) ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। বুধবার সকালে বাসটি টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়।
বাসের চালক ও যাত্রীরা জানান, ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতুর দিকে যায়। এ সময় যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশিয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে সবার চোখ-মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে যায়। এ সময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করা হয়। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
বাসের এক যাত্রী মো. আফাজ উদ্দিন বলেন, ‘ডাকাতদের মধ্যে একজন ড্রাইভার ছিল। সে বাস চালায়। বাকি ডাকাত আমাদের হাত, পা, চোখ-মুখ বেঁধে ফেলে। সবার কাছ থেকে সব কিছু লুট করে।’ এক নারী যাত্রী বলেন, ‘ডাকাতরা আমাদের নাক, কান ও গলার গয়না ছিনিয়ে নেয়।’
অপর যাত্রী জুয়েল মিয়া বলেন, তার চোখ-মুখ বাঁধা ছিল। তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও কাকুতি-মিনতি শুনতে পান। নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে।’
বাসের চালক আতিকুর রহমান বলেন, ‘যাত্রীদের মধ্যে যে ডাকাত ছিল তা বুঝতে পারি নাই। রাস্তায় গিয়ে তারা আমাদের চোখ মুখ বেঁধে ডাকাতি করে। মহিলা যাত্রীদের কান্না শুনে মনে হয়েছে তাদের মারধর করা হয়েছে। ডাকাতরা তো মানুষ না অমানুষ।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় বাসের মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলায় শ্লীলতাহানী কথা উল্লেখ করা হয়েছে। ডিবি ও সদর থানা পুলিশসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’