গাজীপুরের শ্রীপুরে শনিবার সকালে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয় যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত,ট্রেন চলাচল স্বাভাবিক
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহানৌ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল ১০টার পর কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে দুপুর ১টায় নতুন ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মধ্যে দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক