দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের চালকসহ ৪ জন নিহত হন।
নিহত ৪ জনের মধ্যে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৮) এবং একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে (২) আব্দুল মজিদ (৫০), পেশায় ভ্যান চালক। নিহত অপর ২ জন হলেন মধু বিক্রি করতে আসা কক্সবাজার জেলার টেকনাফের হরিকানা গ্রামের পাহাড়ী উপজাতি সম্প্রদায়ের মৃত মংসু চাকমার ছেলে লতা ইয়া চাকমা (৫২) এবং একই এলাকার এমং চাকমার ছেলে চেংজু চাকমা।
নিহত দুই চাকমার পরিচয় সনাক্ত করেছে তাদের সঙ্গী প্রদীপ চাকমা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রানিরবন্দর বাজার এলাকার পাকেরহাট রোডে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
আরও পড়ুন: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২
বিআরটিসি বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
চম্পাতলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই চালক ও স্থানীয় ব্যক্তির লাশ অনুরোধে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি লাশগুলো হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে জিপের ধাক্কায় নারী নিহত