দিনাজপুরের বিরামপুর এবং বীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে। রবিবার ওই দুর্ঘটনা ঘটে।
বিরামপুরের দুর্গাপুর এলাকায় বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ফুলবাড়ী উপজেলার সুজালপুরের বাসিন্দা এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা।
অন্যদিকে, বীরগঞ্জের জগদ্দল বাজারে পিকআপের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক রওশন সরকার (১৮) বীরগঞ্জ উপজেলার জগদ্দলবাজারের সঞ্জয় সরকারের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় বিরামপুরের দুর্গাপুর এলাকায় বাসের ধাক্কায় নিহত হন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত
আহত অবস্থায় বিরামপুরের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে উল্টে দুজন যাত্রী আহত হয়েছে। এ ব্যপারে নিহতের বড়ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে বীরগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফুজ্জাসদন মানিক জানান, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলার জগদ্দলবাজারের কাছে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল চালক রওশন সরকার নিহত হয়েছেন। এসময় আরোহী তার কাকাতো ভাই এভারেস্ট সরকার আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি আটো রিকশাকে ধাক্কা দিলে একজন নারী আরোহী আহত হন। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩