রবিবার অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- শহরের পশ্চিম দপ্তরীপাড়ার হাফিজ ইসলামের ছেলে ও নির্যাতিতার স্বামী জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের পিতা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)।
এই ঘটনায় সোহাগী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ সোহাগীকে নির্যাতন করে শ্বশুরবাড়ীর লোকজন। নির্যাতনের এক পর্যায়ে সোহাগীর মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেয়া হয়ে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেপ্তার করে।
পরে আটক ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।