সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে ট্রাকের চালক নিহত হয়েছেন।
রবিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের এই দুর্ঘটনায় ট্রাকের আরোহী এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহত ট্রাকচালক মদন চৌহানের (৪৫) বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামে।
আরও পড়ুন: সাভারে চলন্ত ট্রাকে আগুন, ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুরগির খাবার বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী থেকে ছেড়ে আসা বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের সাথে চান্দাইকোনা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়। একপর্যায়ে মুরগির খাবার বোঝাই ট্রাকের কেবিনে আগুন ধরে চালক মদন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ওসি জানান, খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুটি ট্রাকসহ প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত