শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে সোমবার চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ।
বিকালে দর্শনা চেকপোস্ট সীমান্তের শুন্য রেখায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়।
বিএসএফ’র গেঁদে ক্যাম্পের কমান্ডার এম এন ঘোষের হাতে মিষ্টি তুলে দেন বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারেক।
এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান।
উৎসব পার্বনে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করে বিজিবি ও বিএসএফ।