দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় ইজিবাইক, পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রায়হান আলী (১৯) নামে আরেক যুবক।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর মাদরাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে শান্ত আলী নামে একজনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় শান্ত আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম (৩২) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম উপজেলার দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল যোগে নওয়াবেকীর দিক থেকে শ্যামনগরে যাওয়া সময় হায়বাতপুর বিদ্যালয়ের সামনে ডাম্পার ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন করিম।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ডাম্পার ট্রাকটি জব্দ করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এছাড়াও, মানিকগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মুখোমুখি সংঘর্ষে শ্রাবণ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন মিয়া পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের ওহাব আলীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।