ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, গত দু’দিনে ফরিদপুর জেলায় ৬৫ জন ব্যবসায়ীকে ৪ লাখ ৭০ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। কোথাও দ্রব্যমূল্য বেশি নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কাউকে গুজবে কান না দিতে কিংবা আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রবিবার থেকে জেলা সদরের বিভিন্ন বাজার পরিদর্শনে নামেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) নেতারা।
এফসিসিআইয়ের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, কেউ যাতে দ্রব্যমূল্য বেশি না নেয় সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আসছে পবিত্র রমজান মাসকে সামনে রেখেও আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।
এর আগে শনিবার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা হতে বিভিন্ন বাজার পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তারা।
এসময় এফসিসিআইয়ের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, পরিচালক আওলাদ হোসেন বাবর, নাজমুল ইসলাম খন্দকার লেভী, মহসিন শরীফ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে করোনার সুযোগে কোনো ব্যবসায়ী যাতে দ্রব্যমূল বাড়াতে না পারেন এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।