সাভারের ধামরাইয়ে পৃথক স্থানে কাভার্ডভ্যান ও ড্রামট্রাক চাপায় পোশাক শ্রমিকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা ও সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামরাইয়ের দক্ষিণ জয়পুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও জয়পুরা মম ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক খোকন মিয়া (২৫), একই এলাকার সামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও সাভারের মাটিদিয়া এলাকার হরেন্দ্র সরকারের ছেলে রাধানাথ সরকার (৫৫)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২
স্থানীয়দের বরাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকালে পোশাক শ্রমিক খোকন মিয়া ও তার বন্ধু দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে ধামরাই সদরের উদ্দেশে বের হন। পথে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ড্রামট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই খোকন নিহত হন। গুরুতর আহত দেলোয়ারকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই রাধানাথ সরকার নামে এক পথচারী নিহত হন।
ওসি জানান, জয়পুরায় দুর্ঘটনার পরই ড্রামট্রাকটি পালিয়ে গেলেও সুতিপাড়ায় চাপা দেওয়া কাভার্ডভ্যানটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত