নওগাঁর ধামইরহাট উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, জেলার আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা দিলে মোটরসাইকেল-আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘটা দুর্ঘটনায় সেনাসদস্য নিহত হন। অপর দুর্ঘটনাটি ঘটে একইদিন সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে।
নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য নাম আব্দুর রশিদ চৌধুরী (৬০); তিনি ধামইরহাট উপজেলার বাসিন্দা। এ ছাড়া মোটরসাইকেল-আরোহী দুজন হলেন—মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৯) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৯)।
নিহতদের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুর রশীদ। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, পত্নীতলার ঘটনার বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহতরা তিন বন্ধু ছিলেন। তারা ঘটনার দিন পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে মোটসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়।
পরে খবর পেয়ে ফায়ার অ্যান্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে গরু বোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটির ধাক্কা লেগে ঘটনাস্থলেই আশরাফ নিহত হন। পরে রামেকে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশদুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।