পুরান ঢাকার নবাবপুর এলাকায় বৃহস্পতিবার একটি পিক-আপ ভ্যান রাস্তার ধারের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতের নাম সুভাষ (৪০) ও আহত হয়েছেন মনির হোসেন (৩৬)।
নিহতের সহকর্মী নাসির উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে তাদের কোম্পানীর লোকজন এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটায় সুভাষকে মৃত ঘোষণা করেন। আর আহত মনির হোসেনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তারা দু'জনই একটি বিল্ডার্স কোম্পানীতে নির্মাণ শ্রমিক হিসাবে চাকরি করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২
তিনি আরও বলেন, তারা দু'জনই পিক-আপে করে নওয়াবপুর থেকে ক্রয়কৃত টিন নিয়ে মিরপুরের বেরীবাঁধে তাদের প্রজেক্টের উদ্দেশ্যে যাওয়া পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খাঁন। তিনি বলেন, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩