নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার(২০ মে) দুপুরে উপজেলার মাধনগর রেল স্টেশনের উত্তরে শিমুলতলা নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত খোরশেদ (১৪) উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ও মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মাধনগর রেল স্টেশনের ষ্টেশন মাষ্টার আব্দুল মোমিন প্রাং ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম মাধনগর রেল স্টেশনের অদুরে শিমুলতলা নামক স্থানে কানে মোবাইলের হেড ফোন লাগিয়ে রেললাইনে বসে ছিল।
এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হেসেন জানান, খোরশেদ মোবাইল ফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায়।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।