চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পর নাটোরেও আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে।
গত কয়েকদিনে জেলায় আক্রান্তের হার ৪৫ থেকে ৫০ ভাগে ওঠা নামা করছে। শনাক্ত বিবেচনায় নাটোর শহর এলাকায় আক্রান্তের হার ৮০ থেকে ৯০ ভাগের মধ্যে।
আরও পড়ুন: নাটোরে ভটভটি উল্টে কলেজছাত্রসহ নিহত ২
এ অবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শনিবার সকাল থেকে মাঠে নেমেছে প্রশাসন।
জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে। অবাধ চলাচলে বিধি নিষেধ আরোপ করে শহরে মাইকিং করছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ মৃত্যু, লকডাউন চলছে
এদিকে, শুক্রবার দুপুর পর্যন্ত নাটোরে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২২ জনের। এরপরও সাধারণ মানুষের মাঝে অসচেতনতা লক্ষ্য করা গেছে।