চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩২ জনে।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ১১৬ জন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন শুরু
এদিকে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউনের আজ পঞ্চম দিন চলছে। সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাসের পাশাপাশি ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
লকডাউন কঠোরভাবে কার্যকরে পুলিশ তৎপর রয়েছে। শহরের ২৭ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।