নাটোরে নিজ মালিককে হত্যা করে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া সেই ট্রাক চালক লাবুকে (২৪) দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।
উদ্ধার করা হয়েছে ট্রাক ও হত্যার কাজে ব্যবহৃত জ্যাক লিভার।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড় জেলার বাবুয়ানি জোত গ্রামের ট্রাক মালিক নুর ইসলামকে (৫১) তার ট্রাকচালক লাবু রবিবার (২২ অক্টোবর) সহযোগীদের সহায়তায় ট্রাকের ভেতর হত্যা করে। এরপর নুর ইসলামের রক্তাক্ত লাশ নাটোরের সিংড়া উপজেলার জামনগর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
এতে আরও বলা হয়, পরদিন ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে নাটোরের সিংড়া থানা পুলিশ। এরপর পরিচয় উদঘাটন ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে দিনাজপুর জেলার দশমাইল থেকে ট্রাকসহ লাবুকে গ্রেপ্তারের পর আজ (২৪ অক্টোবর) বিকালে তাদের নাটোরে নিয়ে আসে পুলিশ।
নাটোর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুর রহমান জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহত ট্রাকচালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারকে খবর দেওয়া হয়। নিহত নুর ইসলামের বড় ভাই বাছির উদ্দিন ২৩ অক্টোবর অজ্ঞাতদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহম্মদ আক্তারুজ্জানের নেতৃত্বে জেলা পুলিশের বিশেষ টিম অভিযানে নামে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রধান হত্যাকারী ট্রাক চালক লাবুর অবস্থান নিশ্চিত হওয়ার পর দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
পুলিশের ওই কর্মকর্তা জানান, হত্যাকারী চালক লাবুর বাড়ি পঞ্চগড় জেলার সদর থানার জাবুরি দোয়ার গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবু জানায়- পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ট্রাকের মালিক নুর ইসলামকে প্রথমে শ্বাসরোধ ও পরে জ্যাক লিভার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার সঙ্গে তার আরও সহযোগী রয়েছে বলে স্বীকার করেছে চালক লাবু।
তাদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আশরাফুর রহমান।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু